রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভোটের তারিখ পর্যালোচনায় রোববার বৈঠকে বসবে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম

শেয়ার করুন:

ভোটের তারিখ পর্যালোচনায় রোববার বৈঠকে বসবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়সূচি এবং ভোটের আগে পরে যত কাজ তা পর্যালোচনা করতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) কমিশন বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনে এ সভা হবে। এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।


বিজ্ঞাপন


ইসি সূত্র জানায়, আগামীকাল কমিশন সভায় সংসদ ভোট ও গণভোটের জন্য সময় ও বুথ বাড়ানো, তফসিল ঘোষণা, বাজেট, মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নিয়ে পর্যালোচনা হবে এ সভায়। ভোটের কাজের সার্বিক বিষয়ে অগ্রগতির পাশাপাশি পোস্টাল ভোটিং-এর ব্যালট পেপার আনা-নেওয়ার সময়ও চূড়ান্ত হবে এ সভায়।

ইসি সূত্র আরও জানায়, ভোটের সকল প্রস্তুতি আমাদের শেষ। আইনশৃঙ্খলা বাহিনী ও আন্তঃমন্ত্রণালয়ের সঙ্গেও চূড়ান্ত বৈঠক শেষ হয়েছে। এখন ভিন্ন পরিস্থিতি বজায় থাকায় আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এরপর প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ভোটের সার্বিক দিকে তুল ধরতে ১০ ডিসেম্বর সাক্ষাৎ করতে যাবে নির্বাচন কমিশন। এরপরে তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘রোববারের কমিশন সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত করা হবে।’

তিনি আরও বলেন, ‘তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কারা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার হচ্ছে তাও প্রজ্ঞাপন আকারে জানিয়ে দেওয়া হবে।’

নির্বাচন কমিশনের দশম এ সভায় তফসিলসহ দশটি বিষয় সভার আলোচ্যসূচিতে রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য তফসিলের আগের ও পরের কার্যক্রমসমূহ, গণভোট আয়োজনসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা, মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময় ও সমন্বয় সংক্রান্ত বিষয় ইত্যাদি।

সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করবে সাংবিধানিক এ সংস্থাটি।


এমএইচএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর