রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইথিওপিয়ায় ই-পাসপোর্ট সেবা চালু করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পিএম

শেয়ার করুন:

ইথিওপিয়ায় ই-পাসপোর্ট সেবা চালু করল বাংলাদেশ

আফ্রিকার দেশ ইথিওপিয়ার রাজধানীর আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ। বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিতওয়াত নাঈম স্থানীয় সময় ৪ ডিসেম্বর বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, প্রশাসন ও অর্থের পরিচালক শিহাব উদ্দিন খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার পারভেজ।


বিজ্ঞাপন


সিতওয়াত নাঈম বলেন, ‘ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালুর মাধ্যমে ইথিওপিয়া ও পার্শ্ববর্তী তিনটি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর হবে এবং আমাদের নাগরিকদের মর্যাদা বৃদ্ধি পাবে। ই-পাসপোর্ট প্রক্রিয়ায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় এর বিশ্বাসযোগ্যতা ও গ্রহযোগ্যতা বহুগুণে বৃদ্ধি পাবে ও বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী হবে, যা বহির্বিশ্বে বাংলাদেশের মান ও মর্যাদা আরও বৃদ্ধি করবে।’

রাষ্ট্রদূত বলেন, ‘আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশন বহির্বিশ্বে ই-পাসপোর্ট সেবা চালু করা ৬৮তম মিশন হিসেবে তাৎপর্যপূর্ণ।’

তিনি ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান ও বুরুন্ডিতে বসবাসরত প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টা ও দেশের সুনাম বৃদ্ধি করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে সিতওয়াত নাঈম তিনজন আবেদনকারীর হাতে ডেলিভারি স্লিপ তুলে দেন। এ ছাড়া ই-পাসপোর্ট প্রকল্পের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে ক্রেস্ট প্রদান করা হয়। রাষ্ট্রদূত ই-পাসপোর্ট সেবা কার্যক্রম ও এনরোলমেন্ট প্রক্রিয়া পরিদর্শন করেন।


বিজ্ঞাপন


উল্লেখ্য, এখন থেকে ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান ও বুরুন্ডিতে বসবাসরত বাংলাদেশিরা ৫ বছর ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর