ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ৪ কর্মকর্তাকে গোয়েন্দা বিভাগে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে তাদের পদায়নের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ডিএমপির গোয়েন্দা বিভাগে পদায়ন করা ওই ৪ কর্মকর্তা হলেন— বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ তাসলিমা আক্তার, মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ রুমন, দারুসসালাম থানার অফিসার ইনচার্জ রকিব উল হোসেন ও বনানী থানার অফিসার ইনচার্জ মো. রাসেল সরোয়ার।
এর আগে বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়।
/এএস

