শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পে–স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

govt
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেন সরকারি কর্মচারীরা। ছবি- ঢাকা মেইল

নবম পে–স্কেল বাস্তবায়নে ১:৪ অনুপাতে ১২ গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা স্কেল নির্ধারণ করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত, আধা–সরকারি ও করপোরেশন প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক বেতন কাঠামোর কারণে সরকারি চাকরিজীবীরা হতাশা ও আর্থিক চাপে রয়েছেন। বিশেষ করে ১২ গ্রেডভুক্ত কর্মচারীদের ন্যূনতম বেতন হিসেবে ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং নতুন পে–স্কেলের গেজেট ১৫ ডিসেম্বরের মধ্যে প্রকাশের দাবি জানান। 

govt2
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেন সরকারি কর্মচারীরা। ছবি- ঢাকা মেইল

আয়োজক সংগঠনের মতে, এসব দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে কর্মচারীদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে দাঁড়াবে।


বিজ্ঞাপন


সমাবেশে উপস্থিত অংশগ্রহণকারীরা হাতে ব্যানার–ফেস্টুন নিয়ে দাবি আদায়ের স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান কর্মসূচি প্রকাশ করেন। 

আয়োজকরা বলেন, আলোচনার দ্বার খোলা থাকলেও বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের আহ্বায়ক ওয়ারেছ আলী মামুন এবং এতে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা বক্তব্য দেন। কর্মচারীরা আশাপ্রকাশ করেন, সরকার তাদের যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে দ্রুত সমাধানের পথে এগোবে।

মহাসমাবেশ শেষে নেতারা বলেন, দাবি বাস্তবায়নের অগ্রগতি না হলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন।

এম/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর