শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধি দলের পাশে সিআইডি প্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

সিআইডির ভূমিকায় মুগ্ধ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধিরা
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সঙ্গে সিআইডি প্রধানের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

‎জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সঙ্গে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় শহীদদের ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সিআইডির বিভিন্ন প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও ভূমিকার প্রশংসা করেন ফাউন্ডেশনের প্রতিনিধি দল। 

‎বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি সদর দফতরে এ সাক্ষাৎ এর তথ্য জানানো হয়।

‎সিআইডি জানায়, সাক্ষাৎকালে ফাউন্ডেশনের প্রতিনিধিরা 'জুলাই বিপ্লবে' শহীদদের ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সিআইডির বিভিন্ন প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও ভূমিকার প্রশংসা করেন এবং সিআইডি প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান। তারা উল্লেখ করেন, ন্যায়বিচার নিশ্চিতের স্বার্থে সিআইডির পেশাদারত্ব ও নিরলস প্রচেষ্টা শহীদ পরিবারের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

‎এ সময় প্রতিনিধিদল জুলাই বিপ্লবে শহীদ হওয়া সকল গেজেটভুক্ত শহীদের নাম খোদাইকৃত একটি স্মৃতি স্মারক সিআইডি প্রধানের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। পাশাপাশি তারা সিআইডি প্রধানকে “মাতৃভূমি অথবা মৃত্যু” লেখা একটি উত্তরীয়ও পরিয়ে দেন।

‎এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর, লিগ্যাল অ্যাডভাইজার মুস্তাফিজুর রহমান মুকুল ও পিআর এবং মিডিয়া প্রধান জাহিদ হোসাইন।

‎সৌজন্য এ বৈঠকে সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

‎একেএস/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর