ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আরও চার থানার অফিসার্স ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী এক অফিস আদেশে বদলির এই আদেশ দেন।
আরও পড়ুন: এবার ডিএমপির ৫০ থানার ওসিকে একযোগে বদলি
বিজ্ঞাপন
বদলি হওয়া চার কর্মকর্তা হলেন- বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার, দারুসসালাম থানার ওসি রকিবউল হোসেন, মিরপুর থানার ওসি মো. সাজ্জাদ রুমন, বনানী থানার ওসি রাসেল সারোয়ার।
তাদের সবাইকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।
এর আগে একই দিন অন্য এক অফিস আদেশে ডিএমপির ৫০ থানার ওসিকে বদলির আদেশ দেন পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী।
একেএস/এএইচ

