শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমজনতার দল ও জনতার দলের বিরুদ্ধে দাবি-আপত্তি চেয়ে বিজ্ঞপ্তি ইসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

EC
নির্বাচন কমিশন। ফাইল ছবি

আমজনতার দল ও জনতার দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে কারও কোনো দাবি আপত্তি থাকলে ৯ ডিসেম্বরের মধ্যে জানাতে বলেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদ দাবি-আপত্তি আহ্বান করে বিজ্ঞপ্তি দিয়েছেন।


বিজ্ঞাপন


এতে উল্লেখ করা হয়েছে, Representation of the People Order, 1972 (PO No.155 of 1972)-এর Chapter VIA-এর আওতায় রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য আমজনতার দল প্রজাপতি চেয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং জনতার দল কলম চেয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছে। 

এ দুই দলের নিবন্ধন নিয়ে কারও আপত্তি থাকলে ৯ ডিসেম্বরের মধ্যে ইসি সচিবের কাছে লিখত ভাবে জানাতে হবে।

এর আগে এদিন নতুন দল হিসেবে আমজনতার দল ও জনতার দল নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ।

এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর