ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে শিশু কিনে পালানোর সময় দুই নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নাহার আক্তার (৪৫) এবং হাসিনা (৪০)। দুই নারী একটি পুত্রশিশু কিনে পালানোর সময় তাদের আটক করে আনসার সদস্যরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান।
তিনি জানান, আজ দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের নিচতলার ১০৬ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা শিশু পাচারকারী চক্রের দুই নারী সদস্যকে হাতেনাতে আটক করেন। আটককৃত ৫০ হাজার টাকার চুক্তিতে একটি পুত্রশিশুকে কিনে হাসপাতাল এলাকা ত্যাগের চেষ্টা করছিলেন। এসময় তাদের সন্দেহ হলে আটক করা হয়।
আশিকউজ্জামান বলেন, হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত পিসি আলমগীর হোসেন, আনসার সদস্য মো. শামীম আহমেদ, মহিলা আনসার ফাতিমা এবং মহিলা আনসার রহিমা আক্তার তাদের সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে থামান এবং পরে জিজ্ঞাসাবাদে বিষয়টি নিশ্চিত হন।
তিনি আরও জানান, ‘তাৎক্ষণিকভাবে দুই নারীকে শিশুসহ আটক করে হাসপাতালের পরিচালক ও শাহবাগ থানাকে জানানো হয়। পরবর্তীতে বিকাল ৫টায় শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুই নারীকে থানায় নিয়ে যায়।
বিজ্ঞাপন
এমআইকে/এএইচ

