শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিকেলে ২ ঘণ্টা জিটিসিএলের ভাল্ব স্টেশন বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

gas
গ্যাসের স্বল্পচাপ। ফাইল ছবি

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জিটিসিএল-এর গাড়ারণ ভাল্ব স্টেশন বন্ধ থাকবে। ফলে জয়দেবপুর, টঙ্গী, কোনাবাড়ি, শফিপুর ও চন্দ্রা এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গতকাল বৃহস্পতিবার তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞাপন


তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি এ রক্ষণাবেক্ষণ কাজের কারণে জয়দেবপুর, টঙ্গী, কোনাবাড়ি, শফিপুর ও চন্দ্রা এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। নির্বিঘ্নে সম্পন্ন করতে সাময়িকভাবে গ্রাহকদের অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

এমআর/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর