নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসী ভোটার নিবন্ধনই হবে এবারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া পোস্টাল ব্যালটের গ্লোবাল ওয়েস্টেজ রেট আরেকটি চ্যালেঞ্জ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) "পোস্টালভোটবিডি" অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য চার নির্বাচন কমিশনার, ইসির উর্ধতন কর্মকর্তা, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ অনেক রাজনৈতিকবিদরা উপস্থিত আছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন,পোস্টাল ব্যালটের বিধান আইনে থাকলেও এতদিন বাস্তবায়ন সম্ভব হয়নি। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগে প্রবাসীরা ভোট দেবেন না। তবে ব্যালট আগেই পৌঁছে যাবে। পুরো প্রক্রিয়া ভোটার, রিটার্নিং অফিসার ও ইসি মনিটর করতে পারবে। উদ্যোগটি ব্যয়বহুল। বর্তমানে ডাক বিভাগের সাহায্যে একটি ভোট নিতে ৭০০ টাকা খরচ হবে তবে ডিএইচএল-এর মত প্ল্যাটফর্মে ভোট নিতে গেলে খরচ পড়ত পাঁচ হাজার।
তিনি আরও বলেন,প্রবাসী ভোটার নিবন্ধনই হবে এবারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া পোস্টাল ব্যালটের গ্লোবাল ওয়েস্টেজ রেট আরেকটি চ্যালেঞ্জ। এরপর আছে সাইবার নিরাপত্তা। ভোট ব্যবস্থাপনা যেন প্রশ্নবিদ্ধ না হয় তাই অত্যাধুনিক পদ্ধতি অনুসরণ না করে ম্যানুয়াল পদ্ধতি করা হয়ে হয়েছে৷ প্রবাসী ভাইদের প্রতি আহবান থাকবে ভোটের তথ্য গোপন রাখবেন। এটি ঈমানি দায়িত্ব। কারণ আপনারা ভোট দেয়ার তিন সপ্তাহ পর দেশে মূল নির্বাচনটি অনুষ্ঠিত হবে।
জানা যায়,২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে উত্তর আমেরিকার ১৪টি দেশ ও ওশেনিয়া অঞ্চলের দুটি দেশে নিবন্ধনের সুযোগ রয়েছে। ইউরোপের ৪২টি দেশে নিবন্ধন করতে হবে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে। ৪ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের সৌদি আরবে নিবন্ধন শুরু হয়ে চলবে ৮ ডিসেম্বর। দক্ষিণ এশিয়ার সাতটি দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার ১১টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করতে পারবেন ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে। আর মধ্যপ্রাচ্যের (সৌদি আরব ছাড়া) বাকি ১৪টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটারকে নিবন্ধন করতে হবে ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে। বাংলাদেশ ও অন্যরা ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।
প্রবাসীদের বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশে ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবি ও আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
বিজ্ঞাপন
ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
অঞ্চলভিত্তিক নিবন্ধিত ভোটারদের কাছে প্রবাসে ব্যালট পেপার পাঠানো শুরু করে ১৬ থেকে ২৮ দিনের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে ইসির।
এমএইচএইচ/এআর

