শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনে আগুন, আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

শেয়ার করুন:

রাজধানীর তেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনে আগুন
রাজধানীর তেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে থেমে থাকা একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন।


বিজ্ঞাপন


তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের খালি বগিতে আগুন জ্বলছে।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আউট লাইনে দাঁড়িয়ে থাকা একটি কোচে কে বা কারা আগুন দেয়। তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা হয়।

এ বিষয়ে রেল পুলিশের প্রধান ব্যারিস্টার জিল্লুর রহমান গণমাধ্যমকে জানান, তেজগাঁও রেলস্টেশনের চার নম্বর লাইনের পরিত্যক্ত একটি ট্রেনে আগুন দেওয়া হয়। এতে দুটি সিট পুড়ে গেছে। তবে কোনো হতাহত নেই। এ সময় স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।


বিজ্ঞাপন


এআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর