সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রখ্যাত সাংবাদিক আনোয়ার হোসেইন মঞ্জুকে ঢাকা মেইলে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

প্রখ্যাত সাংবাদিক আনোয়ার হোসেইন মঞ্জুকে ঢাকা মেইলে ফুলেল শুভেচ্ছা

যুক্তরাষ্ট্র প্রবাসী প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও অনুবাদক, রয়টার্স ফেলো আনোয়ার হোসেইন মঞ্জু আজ মঙ্গলবার জনপ্রিয় অনলাইন পোর্টাল ঢাকা মেইলের বারিধারা কার্যালয় পরিদর্শনে এলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ঢাকা মেইলের সাংবাদিক ও কর্মীরা তাকে স্বাগত জানান। আনোয়ার হোসেইন মঞ্জু পরে ঢাকা মেইলের সাংবাদিক ও কর্মীদের সাথে আলোচনায় মিলিত হন।

তিনি আধুনিক গণমাধ্যমের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। সাংবাদিকদেরকে পড়শোনার প্রতি তাগিদ দিয়ে তিনি বলেন, জ্ঞানের সাম্রাজ্য বিস্তৃত করা ছাড়া এ পেশায় উন্নতি করা সম্ভব নয়। তথ্যের অবাধ প্রবাহকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় কাজে লাগানোর ওপর তিনি জোর দেন। 


বিজ্ঞাপন


আনোয়ার হোসেইন মঞ্জু বলেন, পৃথিবীর যেকোনো প্রান্তে কোনো ঘটনা ঘটলে সেখানে প্রথম পৌঁছান সাংবাদিকরা। সাংবাদিকরাই সে খবর ছড়িয়ে দেন। আবার, সাংবাদিকরাই সবচেয়ে বৈরী পরিস্থিতির মুখোমুখি হন। 

image

‘আধুনিক গণমাধ্যমকে সততা, বস্তুনিষ্ঠতা ও গ্রহণযোগ্যতার দিক লক্ষ রেখেই কাজ করতে হয়। এর ব্যতিক্রম হলে সে গণমাধ্যম টেকসই হয় না।’ তিনি ঢাকা মেইলের কার্যক্রমের প্রশংসা করেন। 

আরও পড়ুন: ঢাকা মেইল সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ


বিজ্ঞাপন


এসময় ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দীন বাবর, বার্তা সম্পাদক মুহসিন রেজা, যুগ্ম বার্তা সম্পাদক আলমগীর কবির, আন্তর্জাতিক বিভাগের জ্যেষ্ঠ সহ-সম্পাদক সালাহউদ্দিন মোল্লা, মাল্টিমিডিয়া ইনচার্জ আব্দুল হামিদ রনি, বিনোদন বিভাগের প্রধান রাফিউজ্জামান রাফি, জ্যেষ্ঠ সহ-সম্পাদক নিশীতা মিতু প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকা পোস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ এবং হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান। 

image

ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল বলেন, খ্যাতিমান সাংবাদিক আনোয়ার হোসেইন মঞ্জুকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত। তাঁর মতো গুণী সাংবাদিকের পদচারণা আমাদের কাজে অনুপ্রেরণা জোগাবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর