রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‎এবার রাজধানীতে স্কুল গেটে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ০১:৩০ পিএম

শেয়ার করুন:

‎এবার রাজধানীতে স্কুল গেইটে ককটেল বিস্ফোরণ

‎রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি স্কুলের গেটে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এ সময় স্কুলে থাকা শিক্ষার্থীরা ভয়ে এদিক সেদিক ছুটাছুটি শুরু করে।

‎মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর হাতিরঝিল ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সকাল ৭টা ৫০ মিনিটে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

‎ডিএমপি বলছে, ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হলে তা বিস্ফোরিত হয়। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

‎একেএস/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর