শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

এবার শেষ দিনের টিকিটের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

এবার শেষ দিনের টিকিটের অপেক্ষা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চতুর্থ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট ইতোমধ্যে শেষ হয়ে গেছে। সোমবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে এ টিকিট বিক্রি শুরু হয়। আজ দেওয়া হয় ৮ জুলাইয়ের টিকিট।

বরাবরের মতো আজকেও কাউন্টারের পাশাপাশি অর্ধেক টিকিট অনলাইন ও অ্যাপে দেওয়া হয়। কাউন্টারে বিকাল ৪টা পর্যন্ত টিকিট দেওয়ার কথা থাকলেও দুপুর ১২টার দিকেই তা শেষ হয়ে যায়। অনলাইনে তো প্রায় আধা ঘণ্টার মধ্যেই শেষ। আগামীকাল মঙ্গলবার (৫ জুলাই) দেওয়া হবে শেষ দিন অর্থাৎ ৯ জুলাইয়ের টিকিট।


বিজ্ঞাপন


এছাড়া ১১ জুলাইয়ের ট্রেনের ফিরতি টিকিট ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ই জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে ১১ জুলাই। 

সোমবার (২ জুলাই) রাজধানীর কমলাপুর স্টেশনে সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই টিকিট প্রত্যাশীদের বিশাল লম্বা লাইন। টিকিট কাউন্টার থেকে লাইন শুরু হয়ে কাউন্টারের বাইরে চলে গেছে। টিকিট পেতে অনেকেই রোববার সকাল থেকে স্টেশনে সিরিয়াল দিয়ে গদাগাদি করে অবস্থান করেন যাত্রীরা। নতুন করে করোনা সংক্রমণ দেখা দিলেও নেই কোনো স্বাস্থ্যবিধির বালাই। টিকিট প্রত্যশীরা বলছেন, ট্রেনের টিকিট নামক সোনার হরিণ পেতে যেন রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে!

বেলা ১২টার দিকে টিকিট শেষ হলে শুরু হয় শেষ দিনের অর্থাৎ ৯ জুলাইয়ের টিকিটের লাইন। অনেকে সেই প্রস্তুতি নিয়ে এসেছেন স্টেশনে। আজ সারাদিন ও রাত এখানেই কাটবে তাদের।

এবার ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। সেগুলো হলো- দেওয়ানগঞ্জ স্পেশাল, চাঁদপুর স্পেশাল ১, ২, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) ঈদ স্পেশাল, শোলাকিয়া স্পেশাল ১, ২।


বিজ্ঞাপন


এছাড়া, আগামী ৬ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ঢাকামুখী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলোর বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না। আগামী ৬ থেকে ১৪ই জুলাই পর্যন্ত মিতালি এক্সপ্রেস এবং ৭ থেকে ১৪ই জুলাই পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না।

টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর