রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বহুতল ভবনের ভোটকেন্দ্রের সংখ্যা জানতে চায় ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ০৮:৫২ এএম

শেয়ার করুন:

ভোটের প্রচারে প্রথমবার নিষিদ্ধ পোস্টার, ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুতল ভবনের দ্বিতীয় বা এর উপর তলায় ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে— এমন ভোটকেন্দ্রের সংখ্যা জানাতে সব জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
 
সম্প্রতি ইসির সিনিয়র সহকারী সচিব মো.নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। 

চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যেসব বহুতল ভবনের দ্বিতীয় বা তদুর্ধ্ব তলায় ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে এমন ভোটকেন্দ্রের তথ্য আগামী ১৬ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে হবে। 


বিজ্ঞাপন


সবশেষে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা অনুযায়ী বর্তমান দেশে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি—যার মধ্যে পুরুষদের জন্য রয়েছে এক লাখ ১৫ হাজার ৩৭টি এবং মহিলাদের জন্য এক লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ।
 
এমএইচএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর