রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পল্লবীতে মোটরসাইকেলের ধাক্কায় ইলেকট্রিক মিস্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম

শেয়ার করুন:

morg
ঢাকা মেডিকেল মর্গ। ফাইল ছবি

রাজধানীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক ইলেকট্রিক মিস্ত্রী নিহত হয়েছেন।

‎শনিবার (৮ নভেম্বর) দুপুরে মিরপুরে পল্লবীর কালশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতের নাম- সৈয়দ হেলাল হোসেন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চাটখিল গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে।

‎নিহতের মেয়ে জামাই রায়হান মিয়া জানান, তার শ্বশুর পেশায় ইলেকট্রিক মিস্ত্রী। সকালে মহাখালী কড়াইলের ভাড়া বাসা থেকে কাজের উদ্দেশে বের হন। এরপর দুপুরে মোবাইলে জানতে পারেন কালশি এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হয়েছেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ বিষয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মৃতদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

‎একেএস/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর