রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৮০ মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

car
ট্রাফিক আইন লঙ্ঘন করায় মামলা দেওয়া হচ্ছে এক সিএনজি চালককে। ফাইল ছবি

গত দুই দিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৫৮০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গত বৃহস্পতিবার ও শুক্রবার মামলাগুলো করা হয়।
  
শনিবার (৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, ট্রাফিক মতিঝিল বিভাগে ২৪টি বাস, ১১টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৯৫টি সিএনজি ও ২৭৫টি মোটরসাইকেলসহ মোট ৫৬৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৬টি বাস, ২৯টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৮টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, সাতটি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ১৪৯টি মোটরসাইকেলসহ মোট ৩৩৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, সাতটি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ২৫৩টি মোটরসাইকেলসহ মোট ৪০১টি মামলা হয়েছে।


বিজ্ঞাপন


অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১৪ টি বাস, ৮টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ মোট ২৭২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৩টি বাস, ১৮টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৬৬টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ৩৯৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, ১১টি কাভার্ডভ্যান, তিনটি সিএনজি ও ৪৪টি মোটরসাইকেলসহ মোট ১৪২টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ১২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ১৬৬টি মোটরসাইকেলসহ মোট ২৬৭টি মামলা হয়েছে। এছাড়া অভিযানকালে মোট ৬৭৬টি গাড়ি ডাম্পিং ও ১৭৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এমআইকে/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর