শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মধ্যরাতে রমনায় চার্চের গেইটে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫, ০২:০৩ এএম

শেয়ার করুন:

মধ্যরাতে রমনায় চার্চের গেইটে ককটেল বিস্ফোরণ

মধ্যরাতে রাজধানীর রমনা এলাকায় একটি চার্চের গেইটে ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তবে এটা কারা ঘটিয়েছে তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

‎শুক্রবার (৭ নভেম্বর) রাত ১১টার পর রমনা এলাকায় সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


‎স্থানীয়রা জানান, হঠাৎ করে রাত ১১টার পর একটি মোটরসাইকেল এসে চার্চের গেইটে থামে এবং ককটেল নিক্ষেপ করে। এ সময় আশপাশের সবাইকে আতঙ্কে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

ধানমন্ডিতে আ.লীগের কয়েক মিনিটের মিছিল, ধাওয়া দিয়ে একজনকে গ্রেফতার

‎ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রাত ১১টার পর রমনা এলাকার একটি চার্চের গেইটের বাহিরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কারা এমন ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

একেএস/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর