রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রেসেঞ্জার সভায় যোগ দিতে ব্রাসেলস গেলেন ঢাকা ব্যুরোর ৩ প্রতিনিধি  

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ১০:১৩ পিএম

শেয়ার করুন:

Three
ব্রাসেলসে যাওয়া ঢাকা ব্যুরোর তিন সদস্য।

আগামী ৬ থেকে ৯ নভেম্বর ব্রাসেলস এবং প্যারিসে অনুষ্ঠিতব্য প্রেসেঞ্জার আন্তর্জাতিক সভায় যোগ দিতে ঢাকা ব্যুরোর তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা ছেড়েছেন।

বুধবার ( ৫ নভেম্বর) তারা ব্রাসেলসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।


বিজ্ঞাপন


৬ ও ৭ নভেম্বর ব্রাসেলসে এবং ৮ ও ৯ নভেম্বর প্যারিসে এই আন্তর্জাতিক সভা অনুষ্ঠিত হবে।

প্রতি বছর আন্তর্জাতিক প্রেস এজেন্সি- প্রেসেঞ্জা, বিশ্বের ৫টি মহাদেশের সম্পাদকীয় দলগুলোর সাথে গভীর শ্রদ্ধাশীল দৃষ্টিকোণ থেকে তৃণমূল স্তরের রিপোর্টিংয়ের জন্য তাদের সাংবাদিকতার (এবং অনুবাদ) দক্ষতা অর্জন এবং পেশাগত উৎকর্ষতায় কাজ করে থাকে।

এবার ব্রাসেলস এবং প্যারিসে প্রেসেঞ্জা'র সম্পাদকীয় দল ইউরোপে বিবেকপ্রসূত আপত্তির পরিস্থিতি এবং বিশেষ করে আরব বিশ্বে সংঘাতময় পরিস্থিতিতে অহিংস সাংবাদিকতা নিয়ে আলোচনা করার জন্য বিভিন্ন সংস্থা এবং মিডিয়ার সঙ্গে বৈঠকের আয়োজন করেছে।

আন্তর্জাতিক সভায় এশীয় দৃষ্টিকোণ আলোচনার কেন্দ্রে অবস্থান করায় বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ বিশেষ তাৎপর্য বহন করছে।


বিজ্ঞাপন


ঢাকা থেকে ব্রাসেলসগামী তিন সদস্যের প্রতিনিধি দলে আছেন- ঢাকা ব্যুরোর নির্বাহী সম্পাদক (অনারারী) এবং দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল, প্রশাসনিক প্রধান মোহাম্মদ কাওসার আহমেদ এবং প্রদায়ক মো. মিজানুর রহমান তালুকদার পাশা।

বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর