মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ঢাকা

রাজধানীতে ১৫৫৫ কেজি পলিথিন জব্দ, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

Rab
র‌্যাবের অভিযানে উদ্ধারকৃত পলিথিন। ছবি- ঢাকা মেইল

‎রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে র‍্যাব-২। 

এসময় ১ হাজার ৫৫৫ কেজি পলিথিন জব্দসহ ছয়টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

‎বুধবার (৫ নভেম্বর) দুপুরে মোহাম্মদপুর কৃষি মার্কেটে এ অভিযান করে।

‎অবৈধ নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে র‍্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামজিদ ও পরিবেশ অধিদফতরের ম্যাজিস্ট্রেটসহ মোবাইল কোর্টটি পরিচালনা করেন। এছাড়া র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো.খালিদুল হক হাওলাদার অভিযানে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


R

‎র‍্যাব জানায়, মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালিয়ে আমিনুল ওয়ান টাইম ঘরে ১ হাজার কেজি পলিথিন জব্দ করে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ভাই ভাই এন্টারপ্রাইজ থেকে ২৩১ কেজি পলিথিন ও ৫ হাজার টাকা, মের্সাস মামুন বিজনেস সেন্টার থেকে ৮ কেজি পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা,দেলোয়ার ওয়ান টাইম স্টোর থেকে ৯৪ কেজি পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা, মায়া শপিং স্টোর থেকে ১৪৩ কেজি পলিথিন জব্দ ও ১০ হাজার টাকা এবং মেসার্স শরীয়তপুর প্যাকেজিং স্টোর থেকে ৭৯ কেজি পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

‎র‌্যাব-২ জানায়, পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে পলিথিন উৎপাদন, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে র‍্যাব ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে। সম্প্রতি র‍্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানীর কৃষি মার্কেট এলাকায় কিছু অসাধু ব্যবসায়ীরা নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত করে আসছে। 

এরই ধারাবাহিকতায় র‍্যাব-২ সেখানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আজ (বুধবার) অভিযান চালায়। অভিযানে র‍্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়।

‎একেএস/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর