সারাদেশে অভিযান চালিয়ে ১ হাজার ৭৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিদেশি পিস্তল, রিভলভার ও ম্যাগজিনসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২০৭ জন।
বুধবার (৫ নভেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৭৪৮ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২০৭ জন ও অন্যান্য অপরাধে গ্রেফতার হয়েছেন ৫৪১ জন। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি এলজি, একটি দেশীয় পাইপগান, একটি ম্যাগজিন, দুই রাউন্ড কার্তুজ, একটি কিরিস, একটি ছোরা ও তিনটি ছুরি জব্দ করা হয়।
একেএস/এআর

