সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিতর্কিত তিন নির্বাচনের অভিজ্ঞতা জানতে চায় তদন্ত কমিশন, জানাবেন যেভাবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

C
জাতীয় নির্বাচন সংক্রান্ত তদন্ত কমিশন। 

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে অনুষ্ঠিত তিনটি বিতর্কিত নির্বাচনের অভিজ্ঞতা ও মতামত জানতে চায় জাতীয় নির্বাচন সংক্রান্ত তদন্ত কমিশন। 

কমিশনের ওয়েবসাইটে গিয়ে, ডাকযোগে, টেলিফোনে কিংবা সশরীরে গিয়ে কমিশনে অভিজ্ঞতার কথা জানানো যাবে।


বিজ্ঞাপন


বুধবার (৫ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় নির্বাচন ২০১৪, ২০১৮ ও ২০২৪ বিষয়ে জনগণের কাছ থেকে নির্বাচন সংক্রান্ত অভিজ্ঞতা ও মতামত সংগ্রহের জন্য জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশন সকলের অভিজ্ঞতা/মতামত আহ্বান করছে।

আরও বলা হয়েছে, কমিশনের ইমেইলে ([email protected]), ওয়েবসাইটে (www.neic-bd.org) উল্লেখিত ‘মতামত ও সুপারিশ’ অপশনের মাধ্যমে, ডাকযোগে, টেলিফোনে অথবা সশরীরে অভিযোগ/তথ্য জানাতে পারবেন।

বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর