রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এক মাসে ৭ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

এক মাসে ৭ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল পেট্রোবাংলা
এক মাসে ৭ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল পেট্রোবাংলা। ফাইল ছবি

দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি জ্বালানি খাতকে সুরক্ষিত রাখতে অবৈধ গ্যাস ব্যবহার রোধে কঠোর অবস্থান নিয়েছে পেট্রোবাংলা। প্রাথমিক জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ঘাটতি মেটাতে যেখানে বিদেশ থেকে উচ্চমূল্যে এলএনজি আমদানি করতে হচ্ছে, সেখানে অবৈধ সংযোগের মাধ্যমে বিপুল গ্যাস অপচয় হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

অক্টোবর ২০২৫ মাসে পেট্রোবাংলার অধীন ছয়টি বিতরণ কোম্পানি—তিতাস গ্যাস, বাখরাবাদ গ্যাস, জালালাবাদ গ্যাস, পশ্চিমাঞ্চল গ্যাস, কর্ণফুলী গ্যাস ও সুন্দরবন গ্যাস কোম্পানি—সারা দেশে মোট ৬৯৮টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ৭,১৭০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যার মধ্যে ৬,৯১২টি ছিল সম্পূর্ণ অবৈধ সংযোগ।


বিজ্ঞাপন


বুধবার (৫ নভেম্বর) পেট্রোবাংলা উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। 

এতে বলা হয়, অক্টোবর মাসে অভিযানকালে প্রায় ১০ কিলোমিটার অবৈধ পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে। ৫১টি মোবাইল কোর্টের মাধ্যমে ৫১ লাখ ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া, অবৈধ গ্যাস ব্যবহারের ঘটনায় ১০টি মামলা ও ২টি এফআইআর রুজু হয়েছে। জমির মালিকদের বিরুদ্ধে ২টি মামলা, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ২টি মামলা এবং ১৫ জনকে আটক করা হয়েছে। এক ব্যক্তিকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পেট্রোবাংলা জানিয়েছে, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি তথ্যভান্ডার সফটওয়্যার শিগগিরই উদ্বোধন করা হবে।

সংস্থাটি জানায়, স্থানীয় জনগণ ও বৈধ গ্রাহকরা স্বতঃস্ফূর্তভাবে তথ্য দিয়ে ভিজিলেন্স টিমকে সহযোগিতা করছে। পাশাপাশি অনেক সচেতন নাগরিক গোপনে অবৈধ সংযোগের তথ্যও প্রদান করছেন।


বিজ্ঞাপন


পেট্রোবাংলা সর্বসাধারণকে আহ্বান জানিয়েছে—অবৈধ গ্যাস সংযোগের তথ্য দিতে, নিয়মিত বিল পরিশোধ করতে এবং গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হতে, যাতে জাতীয় সম্পদ সুরক্ষিত থাকে এবং বৈধ গ্রাহকেরা নির্বিঘ্নে গ্যাস সুবিধা পান।

এমআর/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর