ক্ষোভের বশে প্রতিপক্ষকে হত্যার পর বা আগে চোখ উপড়ানোর খবর প্রায়ই গণমাধ্যমে প্রকাশ হয়। তবে এবার অবলা প্রাণী বিড়ালের চোখ উপড়ানোর খবর জানা গেল। এমন ঘটনা ঘটেছে রাজধানী ঢাকাতে।
ধানমন্ডি এলাকার তাকওয়া জামে মসজিদের আশপাশে দুই চোখ উপড়ানো চারটি বিড়াল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) হয়েছে। এরপরই বিষয়টি আমলে নিয়েছে পুলিশ। শুরু করেছে তদন্ত।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, ধানমন্ডি-১২ এলাকায় অবস্থিত তাকওয়া মসজিদের আশেপাশে চার বিড়ালের চোখ উপড়ানো, বিকৃত এবং অন্ধ অবস্থায় ফেলে রাখার ঘটনায় জরুরি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে থানায়। সারাহ ফাতিমা নামে এক নারী গত ২ নভেম্বর ধানমন্ডি থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়, গত কয়েক দিন ধরে ধানমন্ডি ১২/এ এলাকায় তাকওয়া মসজিদের আশেপাশে অজ্ঞাত এক বা একাধিক ব্যক্তিরা একাধিক বিড়ালকে নির্মমভাবে চোখ উপড়ে অন্ধ অবস্থায় ফেলে রাখে। গত চার দিনে চারটি বিড়ালকে চোখবিহীন অন্ধ অবস্থায় সেখানে পাওয়া যায়। এটি স্পষ্টতই কোনো সিরিয়াল অপরাধীর কাজ। যারা উদ্দেশ্যমূলকভাবে নিরীহ প্রাণীদের ওপর অমানবিক মানসিক বিকারগ্রস্তভাবে নির্যাতন চালাচ্ছে।
এরকম নির্মমতা ভবিষ্যতে মানুষের প্রতি সহিংস আচরণে পরিণত হওয়ার সম্ভাবনা বটে। এই বিষয়টি দেশের প্রাণী সম্পদ রক্ষা আইনে অপরাধ। ফলে বিষয়টি আমলে নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য জোরালো অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, এই আবেদনটি পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা জেলার ডিসি এবং পুলিশ সদর দফতরের আইজি বরাবর দেওয়া হয়েছে। ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, তারা ইতোমধ্যে বিষয়টি আমলে নিয়ে ঘটনাস্থল এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে কারা এর নেপথ্যে জড়িত তাদের খুঁজে বের করতে কাজ করছেন।
এমআইকে/এএইচ

