রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ঢাকা

ওয়ারীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, থানায় মামলা‎

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

ওয়ারীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, থানায় মামলা‎
ওয়ারীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের পর থানায় মামলা। ছবি: সংগৃহীত

‎রাজধানীর ওয়ারী এলাকায় এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ওয়ারী থানা পুলিশ। এ ঘটনায় নিহত ব্যবসায়ীর ভাই বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

‎মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১২টায় ওয়ারীর ২৬ হাটখোলা রোডে দেলোয়ার কমপ্লেক্সের চতুর্থ তলায় নিজ অফিস কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত ব্যবসায়ী হলেন— সাইদুর রহমান হেলাল। তিনি ‘আম্বার সায়েন্টিফিক’ নামে একটি দোকানের মালিক ছিলেন।

‎এ ঘটনায় ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকারিয়া খান জানান, গত রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই। এ ঘটনায় সাইদুর রহমানের ভাই বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে সামসুজ্জোহা সম্রাটের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।

‎এসআই আরও জানান, সাইদুর রহমানের পরিবারের অভিযোগ,সাইদুর রহমান ও মো. সামসুজ্জোহা সম্রাট নামে একজন এক সাথে পার্টনারশিপে ব্যবসা করতেন। ওই ব্যক্তির কাছে বেশ কিছু টাকা ঋণী হয়ে পড়েছিলেন সাইদুর রহমান। এই টাকার জন্য প্রায়ই তাকে চাপ দেওয়া হতো। এই ঘটনার জেরে গতরাতে নিজ অফিসে সিলিং ফ্যানের হুকের সাথে গলায় প্লাস্টিকের রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

‎একেএস/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর