রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোহাম্মদপুরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

মোহাম্মদপুরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড
মোহাম্মদপুরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড (ফাইল ছবি)

‎রাজধানীর মোহাম্মদপুরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

‎বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মোহাম্মদপুর কাদেরবাদ হাউজিং এ হাই হেরিটেজ বিল্ডিং নামের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‎ভবনের বাসিন্দারা জানান, ভবনের ২য় তলায় বিদ্যুৎ এর সুইচ বোর্ড থেকে শর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে চতুর্থ তলা পর্যন্ত চলে যায়। প্রচণ্ড ধোঁয়ার কারণে লোকজন আতঙ্কিত হয়ে বিল্ডিং এর মধ্যে ছোটাছুটি করে এবং কিছু লোক ছাদে চলে যায়। এরপর আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের দুইটা ইউনিট এসে কাজ করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎ফায়ার সার্ভিসের আসাদগেট কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আগুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট চলে যায়। এরপর সেনাবাহিনীর টিম এসে উৎসুক জনতা সরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসকে কাজ করতে সহযোগিতা করে। এ ঘটনায় কোনো প্রকার আহত বা অগ্নিদগ্ধ হয়নি।  বর্তমানে আগুন সম্পূর্ণরূপে নেভানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

‎একেএস/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর