শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

আইসক্রিমে রঙ মেশানোর দায়ে ট্রেড লাইসেন্স জব্দ  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ১২:০৭ এএম

শেয়ার করুন:

আইসক্রিমে রঙ মেশানোর দায়ে ট্রেড লাইসেন্স জব্দ  

আইসক্রিমের সঙ্গে বিষাক্ত রঙ মেশানোয় দায়ে রাজধানীর পূর্ব রাজারবাগে একটি কারখানার ট্রেড লাইসেন্স জব্দ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রোববার (৩ জুলাই) দিতি আইসক্রিম নামের ওই প্রতিষ্ঠানে ডিএসসিসির খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান অভিযান পরিচালনা করেন।


বিজ্ঞাপন


ডিএসসিসির খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান জানান, জাহিদা বেগম নামে একজন কারখানাটি পরিচালনা করছিলেন। যেখানে আইসক্রিমে বিষাক্ত রঙ ব্যবহার করা হত। যার পরিপ্রেক্ষিতে কারখানাটির ট্রেড লাইসেন্স জব্দ করা হয়েছে। লাইসেন্সটি দুই বছর যাবত রিনিউ করা হয়নি।

তিনি আরও জানান, নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিষাক্ত রং মেশানো আইসক্রিম ধ্বংস করা হয়।

ডিএইচডি/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর