শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ঢাকা

ন্যায্যতা নিশ্চিত করেই জুয়ায় জড়িত অ্যাকাউন্ট ব্লক হবে: ফয়েজ আহমদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ১২:২৭ এএম

শেয়ার করুন:

ন্যায্যতা নিশ্চিত করেই জুয়ায় জড়িত অ্যাকাউন্ট ব্লক হবে: ফয়েজ আহমদ

অনলাইন জুয়া প্রতিরোধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। ন্যায্যতা ও কমপ্লায়েন্স নিশ্চিত করে জুয়ায় জড়িত অ্যাকাউন্টগুলো ব্লক করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সভাকক্ষে “অনলাইন জুয়া প্রতিরোধে করণীয়” শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘যারা অনলাইন বেটিংয়ে জড়িত, তাদের ফোন নম্বরের ইন্টারনেট গতি সীমিত করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। যাচাইয়ের পর এসব নম্বর বা এমএফএস অ্যাকাউন্ট ব্লক করা হবে, তবে ন্যায্যতা ও কমপ্লায়েন্স নিশ্চিত করে প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।’

তিনি জানান, অনলাইন জুয়া বন্ধে বিটিআরসি থেকে ইতোমধ্যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মেইল পাঠানো হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি মিডিয়া হাউজগুলোর ওয়েব ব্রাউজার ও এডসেন্স সেটআপ বিষয়ে একটি নির্দেশিকা তৈরি করা হয়েছে, যা বর্তমানে তথ্য মন্ত্রণালয়ে ভেটিং প্রক্রিয়াধীন। ভেটিং শেষে তা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে পাঠানো হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও জানান, অনলাইন জুয়ায় জড়িত প্রায় পাঁচ হাজার এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস) অ্যাকাউন্ট ইতোমধ্যে বন্ধ করা হয়েছে। এখন সরকার একটি কমন ডেটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে, যেখানে সরকারি সংস্থা, প্ল্যাটফর্ম ও অপারেটরদের সমন্বয়ে তথ্য সংরক্ষণ ও নজরদারি করা হবে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর