রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাস্টমস্ অফিসার পরিচয়ে প্রতারণা, যুবক আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম

শেয়ার করুন:

কাস্টমস্ অফিসার পরিচয়ে প্রতারণা, যুবক আটক
সবুর খান

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস্ অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগে সবুর খান (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। 

বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেটের পূর্ব পাশের কাস্টমস্ হাউজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মাদ মোজাম্মেল হক। 

এপিবিএন জানিয়েছে, গত রোববার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস্ হাউস সংলগ্ন এলাকায় কাস্টমস্ কর্মকর্তার পরিচয় দিয়ে অভিযু্ক্ত মো. সবুর খান ও তার সহযোগী হারেস ভুক্তভোগী সুমন মিয়ার কাছ থেকে আনুমানিক ৯৫ গ্রাম স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করেন। তখন সেখানে দায়িত্বরত এয়ারপোর্ট এপিবিএন সদস্য প্রতারক চক্রের মূল হোতা সবুর খানকে হাতেনাতে আটক করেন এবং আরেক সহযোগী স্বর্ণালংকারসহ দৌঁড়ে পালিয়ে যায়।

বিমানবন্দরের সূত্র বলছে, এই প্রতারকচক্র দীর্ঘদিন বিমানবন্দরের অভ্যন্তরে বিভিন্ন পরিচয়ে সাধারণ যাত্রী ও সহযাত্রীদের নানা কৌশল অবলম্বন করে স্বর্ণালঙ্কার ও বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল। সাম্প্রতিক সময়ে অনেকেই এই প্রতারকচক্রের প্রতারণার শিকার।

এ বিষয়ে জানতে চাইলে এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মাদ মোজাম্মেল হক জানান, বিমানবন্দর ঘিরে বিভিন্ন প্রতারকচক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা চোরাচালানকারী ও প্রতারকচক্র নির্মূলে নিয়মিত ভিত্তিতে অভিযান পরিচালনা করছি।


বিজ্ঞাপন


এ ঘটনায় সোমবার প্রতারণার শিকার হওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাসিন্দা মো.  সুমন মিয়া বাদী হয়ে সেই প্রতারকসহ প্রতারকচক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন।

এমআইকে/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর