রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘গণভোটের বিষয়ে দলগুলো ঐক্যবদ্ধ না হলে সিদ্ধান্ত নেবে সরকার’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম

শেয়ার করুন:

গণভোটের বিষয়ে দলগুলো ঐক্যবদ্ধ না হলে সিদ্ধান্ত নেবে সরকার: আইন উপদেষ্ট

জুলাই জাতীয় সনদের বিষয়ে দেশবাসীর মতামত নিতে গণভোটের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় দিয়েছে সরকার। এই সময়ের মধ্যে দলগুলো ‘ঐক্যবদ্ধ সিদ্ধান্ত’ দিতে না পারলে সরকারই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

প্রস্তাবিত গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ হওয়ায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা।


বিজ্ঞাপন


সোমবার (৩ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের আসিফ নজরুল বলেন, ‘দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে সরকার সরকারের মতো অ্যাক্ট করবে। দলগুলোর মধ্যে আলোচনা আয়োজনে সরকার কোনো উদ্যোগ নেবে না।

আসিফ নজরুল জানান, ‘সরকার আয়োজন করে অনেক আলোচনা করেছে। সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। ফ্যাসিবাদবিরোধী দলগুলো গত ১৫ বছর নিজেরা আলোচনা করে অনেক সিদ্ধান্ত নিয়েছেন। অনেক প্রতিকূল সময়ে তারা একসঙ্গে কাজ করেছেন। এখন তারা নিজেরা আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা দিলে সরকারের জন্য কাজটা সহজ হয়।’

আইন উপদেষ্টা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে সুযোগ নেই, তাও বিবেচনায় রাখা প্রয়োজন বলে সরকার মনে করে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘আমরা ওনাদের সময় দিতে চাই। যেসব বিষয় বললাম সেগুলো আলোচনা করে একমত হতে পারে কি না দেখি। আমরা অপেক্ষা করব, এরপর সরকার সরকারের মতো অ্যাক্ট করবে’


বিজ্ঞাপন


অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, দলগুলোর ঐক্যবদ্ধ নির্দেশনা পাওয়ার পর প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর