রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘আমলাতন্ত্রের মধ্যে এখনো ফ্যাসিস্ট চক্র সক্রিয়’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ০৭:০৬ এএম

শেয়ার করুন:

‘আমলাতন্ত্রের মধ্যে এখনো ফ্যাসিস্ট চক্র সক্রিয়’

আমলাতন্ত্রের মধ্যে এখনো ফ্যাসিস্ট চক্র সক্রিয় আছে এমন অভিযোগ করে জুলাই মঞ্চের নেতারা বলেছেন, এই চক্রের সদস্যরা জনগণের সরকার নয়, এক ব্যক্তি ও তার গোষ্ঠীর স্বার্থে কাজ করছে।

রোববার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি ৪৪ জন সচিব ও ৯৫ জন ম্যাজিস্ট্রেটের গ্রেফতার ও বিচারের দাবি জানায়।


বিজ্ঞাপন


জুলাই মঞ্চের নেতারা প্রশ্ন তুলে বলেন, দেশ কি পলাতক হাসিনার আমলারাই চালাবে? জুলাই গণহত্যাকারী আমলাদের কি বিচার হবে না?

সংগঠনের আহ্বায়ক আরিফুর ইসলাম তালুকদার বলেন, আমলাতন্ত্রের মধ্যে এখনো এমন এক ফ্যাসিস্ট চক্র সক্রিয়, যারা জনগণের সরকার নয় বরং এক ব্যক্তি ও তার গোষ্ঠীর স্বার্থে কাজ করছে। জুলাই মাসে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত ওই ৪৪ সচিব ও ৯৫ ম্যাজিস্ট্রেটকে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ে গড়ে উঠেছে একটি কালো তালিকাভুক্ত ফ্যাসিস্ট চক্র। যারা প্রশাসনিক পদে থেকে শিক্ষাঙ্গনকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করছে। আগামী নির্বাচন কি হাসিনার নিয়ন্ত্রণে হবে, নাকি জনগণের হাতে রাষ্ট্র ফিরবে এ প্রশ্নের উত্তর জাতি জানতে চায়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা বলেন, নিরপেক্ষতা ব্যাহত হলে গণতন্ত্র টেকে না। শিক্ষা খাতকে মুক্ত করতে হলে এই আমলাচক্রের জবাবদিহি নিশ্চিত করতে হবে।


বিজ্ঞাপন


বক্তারা বলেন, জনগণের জানমাল রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমলাতান্ত্রিক দমননীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা জরুরি। জুলাই গণহত্যা ও প্রশাসনিক অন্যায়ের শিকারদের সাক্ষ্যভিত্তিক গণবিচার আন্দোলন শুরু করার ঘোষণা দেন তারা।

এতে আরও উপস্থিত ছিলেন ‘ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের’ সভাপতি মোহাম্মদ বিন সিদ্দিক তালুকদার, এবং জুলাই মঞ্চের সদস্য তন্ময় আহমেদ ও মাহিন আহমেদ।

বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর