রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাড্ডায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

Lash
মরদেহ উদ্ধার। ফাইল ছবি

‎রাজধানীর উত্তর বাড্ডায় একটি বন্ধ ফ্যাক্টরি থেকে এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎রোববার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে উত্তর বাড্ডা আলীর মোড় এলাকার একটি ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহতরা হলেন— আশরাফুল ও সাকিনা। এ ঘটনায় নিহত সাকিনা ভবনের তিন তলায় একটি মাদরাসায় বুয়ার কাজ করতেন বলে জানায় পুলিশ।

‎ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আমরা সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করেছি। এখানে সিআইডির ক্রাইম টিম আসছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। মরদেহ উদ্ধার হওয়া ভবনের তিনতলায় একটি মাদরাসা ভাড়া দেওয়া আছে। আর নিচ তলায় একটা ফ্যাক্টরি। যা প্রায় ৮-১০ বছর ধরে বন্ধ পড়ে আছে। যে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে সে ওই মাদরাসার বুয়ার কাজ করতো। আর ছেলেটা কেয়ারটেকারের কাজ করতো।

‎একেএস/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর