রাজধানীর খিলগাঁও লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ। নিহতের নাম মোজাফফর হোসেন।
রোববার (২ নভেম্বর) দুপুরে ৬ নম্বর শান্তিপুর কালভার্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম জানান, খিলগাঁও থানার ৬ নম্বর শান্তিপুর কালভার্ট লেকে এক লোককে ভাসতে দেখে স্থানীয়রা। পরে আমাদেরকে খবর দিলে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই।
তিনি আরও বলেন, আমরা তার পকেটে জাতীয় পরিচয়পত্র পেয়ে তার নাম মোজাফফর হোসেন বলে জানতে পারি। তবে এখন পর্যন্ত আমরা পরিবারকে খুঁজে বের করতে পারিনি। আমরা তার জাতীয় পরিচয় পত্রে যে ঠিকানা পেয়েছি সেখানে আমাদের অফিসার পাঠিয়েছি। তার শরীরে আমরা কোনো আঘাতের চিহ্ন পাইনি। ওই লেকে স্থানীয় জনগণ কেউই তাকে নামতে দেখেনি। এটা আত্মহত্যা না অন্য কোন ঘটনা সেটা এখনো জানতে পারিনি।
একেএস/এএস

