শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোহাম্মদপুরে বাসায় ফেরার পথে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ১০:২১ এএম

শেয়ার করুন:

মোহাম্মদপুরে বাসায় ফেরার পথে অটোচালককে কুপিয়ে হত্যা
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয় মরদেহ।

রাজধানীর মোহাম্মদপুরে রাসেল নামে ৩৪ বছর বয়সী অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন দুইজন। তারা হলেন- রাসেলের বন্ধু রিয়াদ ও বিপ্লব। আহত রাসেলও একজন অটোচালক।

শনিবার রাত নয়টার দিকে নবীনগর হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এই হত্যাকাণ্ড ঘটে।


বিজ্ঞাপন


নিহত রাসেল মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া গ্রামের আফছার আলমের ছেলে। তিনি রাজধানীর চন্দ্রিমা মডেল টাউনে পরিবারের সঙ্গে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) অহিদুল ইসলাম। তিনি জানান, রাতে রাসেল ও তার দুই বন্ধু রিয়াদ ও বিপ্লব বাসায় ফেরার পথে নবীনগর হাউজিংয়ের ৪ নম্বর সড়কে পৌঁছলে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা করে। এতে তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেল। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।


বিজ্ঞাপন


এসআই অহিদুল আরও জানান, ‘হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মেহেদী হাসান বাবু ও মোবারক নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

এ ঘটনায় নিহতের বাবা আফছার আলম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।

এমআইকে/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর