রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশে এলে জাকির নায়েককে কব্জায় চায় দিল্লি, যা বলছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ১২:৩০ এএম

শেয়ার করুন:

Jakir
জাকির নায়েক-পররাষ্ট্র মন্ত্রণালয়।

তুমুল জনপ্রিয় ইসলামি স্কলার ও চিন্তাবিদ ডা. জাকের নায়েক বাংলাদেশে এলে তাকে গ্রেফতার করে দিল্লির কব্জায় দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা।  

শনিবার (১ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম গণমাধ্যমে এ প্রতিক্রিয়া জানান। 

তিনি বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামি স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমরাও বিশ্বাস করি, কোনো দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে অন্য কোনো দেশের আশ্রয় দেওয়া উচিত নয়।’

অর্থাৎ, ঢাকায় এলে জাকির নায়েকের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা পরিষ্কার করেননি এস এম মাহবুবুল আলম, বরং ধোঁয়াশা সৃষ্টি করলেন নিজের বক্তব্যের মাধ্যমে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ঢাকায় আসছেন জাকির নায়েক, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

এর আগে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। 

জবাবে জয়সওয়াল জানান, তাদের প্রত্যাশা জাকির নায়েক বাংলাদেশ সফরে গেলে তাকে গ্রেফতার করে দিল্লির হাতে তুলে দেওয়া হবে।

তিনি বলেন, ‘জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।’

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে ঢাকায় আসবেন বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডা. জাকির নায়েক। তিনি একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দেবেন। তাকে ঢাকায় আনছেন স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠান।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর