সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজধানীতে অতিরিক্ত শব্দদূষণের দায়ে ৬ গাড়িকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম

শেয়ার করুন:

Sound
শব্দদূষণ- প্রতীকী ছবি।

রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদফতর, সদর দফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

অভিযানে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ও হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী মোট ছয়টি যানবাহনকে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে মোট ২৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।


বিজ্ঞাপন


শনিবার (১ নভেম্বর) অভিযান চলাকালে শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরও ২২টি যানবাহনের চালক ও মালিককে পরামর্শ দেওয়া হয়। 

পরিবেশ অধিদফতর কর্তৃপক্ষ জানায়, নগরবাসীর সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের সদর দফরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। অভিযানে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদফতর, ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম।

এসময় হাইড্রোলিক হর্ন ব্যবহার এড়িয়ে চলার পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণে সব যানবাহন মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানায় পরিবেশ অধিদফতর। 


বিজ্ঞাপন


এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর