মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ঢাকা

কৃষি সম্প্রসারণ অধিদফতরের নতুন ডিজি সোহরাব উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ০১:৫৮ এএম

শেয়ার করুন:

কৃষি সম্প্রসারণ অধিদফতরের নতুন ডিজি সোহরাব উদ্দিন

কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হর্টিকালচার উইংয়ের পরিচালক এস এম সোহরাব উদ্দিন। তিনি কৃষিবিদ মো. ছাইফুল আলমের স্থলাভিষিক্ত হলেন। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কৃষি মন্ত্রণালয় থেকে তার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। 


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা এস এম সোহরাব উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালকের রুটিন দায়িত্ব দেওয়া হলো।

এম সোহরাব উদ্দিন বিসিএস (কৃষি) ক্যাডারের ১১ম ব্যাচের কর্মকর্তা। তিনি ময়মনসিংহের বালুকা উপজেলার ধলিয়া গ্রামে ১৯৬৭ সালের ৭ জানুয়ারি জন্ম নেন। সোহরাব উদ্দিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে কৃষি অনুষদ (সম্মান) শেষ করেন। ১৯৯৩ সালে তিনি কৃষি সম্প্রসারণ অধিদফতরে চাকরি শুরু করেন।

এমআর/এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর