শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ঢাকা

ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার 
ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

এদের মধ্যে শেরেবাংলা নগর থানা ১৮ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ১৩ জন, খিলক্ষেত থানা চারজন, উত্তরা থানা দুজন, বাড্ডা থানা তিনজন, বনানী থানা তিনজন, তেজগাঁও থানা তিনজনকে গ্রেফতার করেছে।  


বিজ্ঞাপন


568269494_1490357475387253_5736036434886878113_n
ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার। ছবি: সংগৃহীত 

 

গ্রেফতাররা হলেন— আওয়ামী লীগের সক্রিয় সদস্য আনিসুজ্জামান রনি (৩১), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ মুন্না মিয়া (২৬), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ জাকির হোসেন খান (২২), আওয়ামী লীগের সক্রিয় সদস্য  মোঃ কামরুজ্জামান (২৫), ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিনুল হাসান সোহান (২৯), ছাত্রলীগের সদস্য  মোঃ রকিবুল হাসান (৩৪) ৭। ইয়াসিন আরাফাত শুভ (২০), তাসরীপ হোসেন (২১), খালেদ বিন কাওসার (২৮)

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাঁধন (৩২), সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন (৩৩), কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম (২৫), ছাত্রলীগের কর্মী সাইফুল ইসলাম সাইফ (৩১), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ মোস্তাফিজুর রহমান জনি (৩৭), আওয়ামী লীগের সক্রিয় কর্মী  মোঃ শেখ রাশেদুজ্জামান (৩৫), যুবলীগ কর্মী মোহাম্মদ মামুন শেখ পরশ (৩২), স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী মামুন সেখ (৪০), স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় মোহাম্মদ রাজু (৩০), যুবলীগের সক্রিয় কর্মী শফিউল আলম (৩৫) 


বিজ্ঞাপন


552661753_2266979337156780_7294626613104315445_n
ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার। ছবি: সংগৃহীত 

 

আওয়ামী লীগের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম সুনু (৪০),  যুবলীগের সক্রিয় কর্মী মোহাম্মদ কুদ্দুস সরদার (৩২), ছাত্রলীগের কর্মী মিঠুন দেবনাথ (৩৪), বগুড়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুর রহমান বাধন (৩০), নোয়াখালী পৌর ১ যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুর আলম সিদ্দিক (৪১), বরগুনা সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ দোলন (২৩), আওয়ামী লীগের কর্মী মোঃ রবিউল আওয়াল (২৫), জয় কৃষ্ণপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মিঠু দেবনাথ (৩০), 

সিলেট জেলা ছাত্রলীগের সদস্য আশরাফ আল কবির চৌধুরী (২৭),  ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য দেব যুথি দে নব (২৩), বাউরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন ফরহাদ (২১), আওয়ামী লীগের কর্মী   মোঃ আলমগীর হোসেন জনি (৩০), আওয়ামী লীগের কর্মী বিশ্বজিৎ সাহা (৩০),  আওয়ামী লীগের কর্মী  মোঃ মাহাফুজুর রহমান (৩০),  আওয়ামী লীগের কর্মী মোঃ আঃ শুকুর (৩৫),  আওয়ামী লীগের কর্মী আবিদুর রহমান (২০),  আওয়ামী লীগের কর্মী  মোঃ সাব্বির (১৯), আওয়ামী লীগের কর্মী মোঃ ইমন হোসেন (১৯),  আওয়ামী লীগের কর্মী ফাতিনুর শিমুল (১৯), আওয়ামী লীগের কর্মী মোঃ আরিফুল ইসলাম (১৯),  আওয়ামী লীগের কর্মী শ্রীকান্ত কর্মকার (২০),  জিয়াদ মাহমুদ (২১),  জিয়াদ (২০), আসলাম (২১),  রিফাত ইসলাম (১৯)  মিল্লাত বাবু (১৮) ও স্বপন মিয়া (২২)। 

খিলক্ষেত থানা সূত্র জানায়, শুক্রবার সকালে খিলক্ষেতের ৩০০ ফিটস্থ পুরাতন মস্তুল চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে মিছিল করার জন্য নেতাকর্মী জড়ো হওয়ার সংবাদ পায় খিলক্ষেত থানা পুলিশ। সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আনিসুজ্জামান রনি, মুন্না মিয়া, জাকির হোসেন ও কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানায়, একই দিন সকালে উত্তরা পশ্চিম থানা এলাকায় উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরস্থ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আকাশ টাওয়ারের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক মিছিল পূর্ব প্রস্তুতিকালে ব্যানারসহ মোমিনুল হাসান ও রকিবুল হাসানকে হাতে নাতে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।  

568709034_2371947153239616_1272547671024616722_n
ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার। ছবি: সংগৃহীত 

বাড্ডা থানা সূত্রে জানায়, শুক্রবার সকালে বাড্ডা থানাধীন প্রগতি সরণি মেইন রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ইয়াসিন আরাফাত, তাসরীপ হোসেন ও মো. খালেদ বিন কাওসারকে হাতেনাতে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সিটিটিসি সূত্র জানায়, শুক্রবার সকালে সিটিটিসি'র একটি টিম ডিএমপি'র বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যদের সরকার বিরোধী ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে রফিকুল ইসলাম, সুমন হোসেন, মেজবাউল ইসলাম, সাইফুল ইসলাম, জনি, রাশেদুজ্জামান, পরশ্, মামুন, রাজু, শফিউল আলম, কুদ্দুস সরদার, মিঠুন দেবনাথসহ মোট ১৩ জন নেতা ও কর্মীকে গ্রেফতার করে।  

566496976_2007466653125861_2793926978132447126_n
Caption

 

শেরে বাংলা নগর থানা সূত্র জানায়, শুক্রবার সকালে শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ১০০ সদস্য মিছিল করে। সেখান থেকে বজলুর রহমান, নুর আলম সিদ্দিক, মহিউদ্দিন আহমেদ দোলনসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়।

বনানী থানা সূত্র জানায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে বনানী ঢাকা গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী জিয়াদ মাহমুদ মো. জিয়াদ ও মো. আসলামকে গ্রেফতার করে।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তেজগাঁও থানাধীন বিজয় স্বরনী এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জটিকা মিছিল প্রাক্কালে মোঃ রিফাত ইসলাম, মো. মিল্লাত বাবু ও মো. স্বপন মিয়াকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ৪৬ জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমআইকে/ক.ম 
 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর