ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ওয়াকিটকিসহ বিপুল মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী।
শুক্রবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে আশুলিয়ার দুটি পৃথক স্থানে একযোগে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, ৮ রাউন্ড গোলাবারুদ, ২টি ম্যাগাজিন, ওয়াকিটকি, বেশ কিছু মাদকদ্রব্য এবং দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। এ সময় সাতজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি ও জব্দ করা অস্ত্র, মাদক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যেকোনো আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দিতে সবাইকে অনুরোধ করা হয়।
একেএস/এমআর

