রাজধানীতে মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলামকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে মগবাজার রেলগেটের সামনে থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে আটক করে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন উপপরিদর্শক (এসআই) শাহীন। তিনি জানান, ‘সকাল সাড়ে ৭টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মগবাজার রেলগেট এলাকায় মিছিল করার জন্য জড়ো হয়। এ সময় অভিযান চালিয়ে সংগঠনটির ১৩ নেতাকর্মীকে আটক করে পুলিশের বিশেষায়িত ইউনিট (সিটিটিসি)।
তবে মেজবাহুল ছাড়া আটক অন্যদের নামপরিচয় জানাননি পুলিশের এই কর্মকর্তা।
একেএস/এমআর

