সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অস্ত্রসহ মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী ‘পাঁয়তারা শাহীন’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

অস্ত্রসহ মোহাম্মদপুরে শীর্ষ ছিনতাইকারী ‘পাঁয়তারা শাহীন’ গ্রেফতার
ধারালো অস্ত্রসহ পুলিশের হাতে আটক শাহীন ওরফে পাঁয়তারা শাহীন।

রাজধানীর মোহাম্মদপুরের ধারালো অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। তার নাম শাহীন ওরফে পাঁয়তারা শাহীন। তিনি মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে রায়েরবাজারের সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, রায়েরবাজার এলাকায় হঠাৎ হাঁটতে হাঁটতে ধারালো অস্ত্র বের করে ছিনতাই করত শাহীন। এ জন্য তার নাম দেওয়া হয় পাঁয়তারা শাহীন। সে রায়েরবাজার ও বেড়িবাঁধ এলাকার ছিনতাই করত। তার সঙ্গে এলেক্স ইমনসহ বেশ কয়েকজন ছিনতাইকারী এখনো বাহিরে থাকায় আতঙ্কে থাকেন স্থানীয়রা।

‎গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর রায়ের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, রাত সোয়া ৯ টায় গোপন সংবাদে জানতে পারি, দেশীয় অস্ত্র নিয়ে শীর্ষ ছিনতাইকারী পাঁয়তারা শাহীন সাদেক খান কৃষি মার্কেটের সামনে অবস্থান করছেন। পরে পুলিশ গিয়ে তাকে ধরে ফেলে। এ সময় তার কাছ থেকে দেশীয় একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

‎তিনি আরও জানান, শীর্ষ এই ছিনতাইকারীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কয়েকটি মামলার ওয়ারেন্ট আছে। পাঁয়তারা শাহীনকে আজই আদালতে পাঠানো হবে।

একেএস/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর