রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভয়ঙ্কর কিশোর গ্যাং ‘কব্জি কাটা’ আনোয়ারের ভাই চাঁদাবাজি করতে গিয়ে আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ১২:৪৫ এএম

শেয়ার করুন:

ভয়ঙ্কর কিশোর গ্যাং ‘কব্জি কাটা’ আনোয়ারের ভাই চাঁদাবাজি করতে গিয়ে আটক
দেলোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘কব্জি কাটা গ্রুপ’-এর প্রধান আনোয়ার ওরফে কব্জি কাটা আনোয়ারের ছোট ভাই দেলোয়ার হোসেনকে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার পর ঢাকা উদ্যান জয়নাল আবেদীন কাঁচাবাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


চাঁদাবাজির ঘটনায় হাজী জয়নাল আবেদীন বাজারের নিরাপত্তা ইনচার্জ আব্দুর রশিদ বলেন, কয়েক দিন আগে বাজারের স্বর্ণের দোকান ও মাংসের দোকানে ফোন দিয়ে চাঁদা দাবি করা হয়। আজ (বৃহস্পতিবার) বিকেলে দেলোয়ারের নেতৃত্বে ৪ থেকে ৫ জন দেশীয় ধারালো অস্ত্র—রামদা ও চাপাতি—নিয়ে বাজারে আসে। বাজারের সামনে রাখা একটি গাড়ি আটকিয়ে অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবি করে তারা। এ সময় চিৎকার দিলে স্থানীয়রা আনোয়ারের ভাই দেলোয়ারকে আটক করে, বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে দেলোয়ারকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, ঢাকা উদ্যান থেকে কব্জি কাটা গ্রুপের প্রধান আনোয়ারের ভাই দেলোয়ারকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কব্জি কাটা গ্রুপের আনোয়ারসহ কয়েকজন সদস্য বিল্লাল ওরফে ফাইটার বিল্লাল হত্যা মামলায় গ্রেফতার হয়েছিল। এতে কিছুটা থমকে যায় বাহিনীর কার্যক্রম। তবে তার অনুপস্থিতিতে ভাইবোনের হাতে আবারও সক্রিয় হয়ে উঠছে দুর্ধর্ষ কিশোর গ্যাংটি। মোহাম্মদপুরে আনোয়ারের ভাই ও বোন প্রভাব খাটিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করছে। আনোয়ার জেলে থাকায় কব্জি কাটা গ্রুপের হয়ে ছিনতাইকারীদের নিয়ন্ত্রণ করছে তার ছোট ভাই দেলোয়ার বয়াতি ও মাসুমা। চাঁদাবাজি করে আনোয়ারের জামিনের টাকার যোগান দিচ্ছেন তারা।

একেএস/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর