সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অতিরিক্ত ডিআইজি পদে চার পুলিশ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

Police
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

পদোন্নতি পেয়ে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হয়েছেন চার কর্মকর্তা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।  

police_promotion
প্রজ্ঞাপন

 

পদোন্নতিপ্রাপ্তরা হলেন— এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. শাহরিয়ার, বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদের, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ তালুকদার ও পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. জান্নাতুল হাসান।   

 


বিজ্ঞাপন


উপসচিব মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এই চার কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাবেন। জনস্বার্থে এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।  

ক.ম/  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর