মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ঢাকা

মাদকনির্ভরশীলদের সুস্থতায় দরকার দীর্ঘমেয়াদি ও সমন্বিত চিকিৎসা পদ্ধতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

মাদকনির্ভরশীলদের সুস্থতায় দরকার দীর্ঘমেয়াদি ও সমন্বিত চিকিৎসা পদ্ধতি

সঠিক চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে একজন মাদকনির্ভরশীল ব্যক্তি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং মাদক থেকে দূরে থাকতে সক্ষম হয়। দীর্ঘমেয়াদি চিকিৎসা মাদকনির্ভরশীলদের পুনর্বাসনে সহায়ক ভূমিকা পালন করে। বিভিন্ন দেশে মাদকনির্ভরশীলদের চিকিৎসায় একাধিক পদ্ধতি প্রচলিত রয়েছে বা অনুসরণ করা হয়। তবে দীর্ঘমেয়াদি ও সমন্বিত চিকিৎসা পদ্ধতি মাদকনির্ভরশীলদের সুস্থতায় সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রুবাইয়াত ফেরদৌস।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র আয়োজিত, কেন্দ্রে চিকিৎসাধীন ক্লায়েন্টদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক পারিবারিক সভায় তিনি এ মন্তব্য করেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, মাদকনির্ভরশীলতা একটি জটিল পুনঃআসক্তিমূলক মস্তিষ্কজনিত রোগ, যা বারবার হতে পারে। অর্থাৎ একজন মাদকনির্ভরশীল ব্যক্তি চিকিৎসা গ্রহণের পরও একাধিকবার মাদক গ্রহণ করতে পারে। ডায়াবেটিস বা হৃদরোগের মতো মাদকনির্ভরশীল ব্যক্তিদের সারাজীবন কিছু বিধিনিষেধ বা ব্যবস্থাপনার মধ্যে থাকতে হয়। এর ব্যত্যয় ঘটলে তারা পুনরায় মাদক গ্রহণ শুরু করে।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলি, কেন্দ্র ব্যবস্থাপক লায়লা ইয়াসমিন, সহকারী ব্যবস্থাপক রোজিনা খাতুন, কাউন্সেলর সানজিদা জামান ও নুসরাত জাহান রিয়া সহ প্রায় ২৭টি চিকিৎসাধীন পরিবারের সদস্য।

উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন ব্যক্তি, পরিবার ও দেশকে মাদকমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র মাদকনির্ভরশীল ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান করে থাকে।

এমআইকে/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর