অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। তবে উপদেষ্টা পরিষদের বৈঠকে কী সিদ্ধান্ত গৃহীত হলো সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত কথা জানায় প্রেস উইং।
এর আগে গত সোমবার (২৭ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রেস উইংয়ের এক বিবৃতিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এসএইচ/এএস

