শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গভীর রাতে সেনা অভিযানে কিশোর গ্যাং পাটালি গ্রুপের ১০ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০১:৫১ এএম

শেয়ার করুন:

arrest
সেনা অভিযানে মোহাম্মদপুর থেকে গ্রেফতারকৃত ১০ জন। ছবি- ঢাকা মেইল

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে অভিযান চালিয়ে ভয়ঙ্কর কিশোর গ্যাং পাটালি গ্রুপের ১০ সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

‎বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত রায়েরবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন- স্বপন (৩০), আল আমিন (২২), শাকিল (২৫), মুনতাজ (২৫), মুক্তার (২৩), রিয়াজ (২১), ইমন (২০), লিমন (২০), আকতার (২০) এবং পাটালি গ্রুপের অন্যতম হোতা নায়েম (২২)।

‎স্থানীয় বাসিন্দারা জানান, পাটালি গ্রুপ’-এর সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। সেনা অভিযানে তাদের আটক হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

‎এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আমাদের মোহাম্মদপুর সেনাবাহিনীর হটলাইনে কয়েকজন এলাকাবাসী ফোন করে এই পাটালি গ্রুপের বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ দেয়। সেই অভিযোগের ভিত্তিতে রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ জন কিশোরগ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়। 

তিনি আরও জানান, এদের মধ্যে কয়েকজন আগেও গ্রেফতার হয়েছিল, তবে জামিনে ছাড়া পেয়ে যায়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুর থানায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়েছে।’

‎একেএস/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর