বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি ভুলেনি সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২২, ১২:৪৭ পিএম

শেয়ার করুন:

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি ভুলেনি সরকার: প্রধানমন্ত্রী

নির্বাচনের সময় জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় বসে সরকার যেসব প্রতিশ্রুতি ভুলে যায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩ জুন) সকালে বার্ষিক কর্ম-সম্পাদন (এপিএ) চুক্তি স্বাক্ষর, এপিএ ও শুদ্ধচার পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


শেখ হাসিনা বলেন, নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি আমরা সেটা বাস্তবায়ন করতে চাই। আমরা রাজনীতি করি আমাদের দল আছে। আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করি একটা নির্বাচনে আমরা ইশতেহার ঘোষণা করি। ইশতেহারে আমরা কিভাবে একটা দেশকে একটা সমাজকে উন্নত করবো সে নির্দেশনা বা কর্ম পরিকল্পনারই এটা কাঠামো থাকে।

সরকারপ্রধান বলেন, আমরা যখনই ক্ষমতায় এসেছি কখনই নির্বাচনী ইশতেহারকে ফেলে দেয়নি। প্রতিবারই বাজেট করার সময় সেটাকে অনুসরণ করেই কর্মপরিকল্পনা করেছি। কতটুকু আমরা সফল করতে পারলাম আর কতটুকু আরও করা বাকি আছে সেটা আমরা নির্দিষ্ট করি। আমাদের দলেরও একটা ঘোষণাপত্র থাকে গঠনতন্ত্র থাকে সেখানেও আমাদের কিছু কতগুলো দিকনির্দেশনা থাকে এবং সেটা আমরা কিন্তু বাস্তবায়ন করি। দলের যখন সভা হয় সেখানেও আমরা পর্যালোচনা করি।

২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মানুষের জীবনমানের অনেক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। বলেন, ‘ক্ষমতায় আসার পর দেশটাকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে পেরেছি। একুশ সালে আমরা যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন পালন করেছি তখন বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদাও আমরা পেয়েছি।’

সরকারপ্রধান বলেন, দেশটা কিছুটা উন্নতি হয়েছে। বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছে। এসব কাজের যারা জড়িত ছিল তাদের তাই ধন্যবাদ জানাই। আন্তরিকতার সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই সবাই কাজ করেছেন। যার ফলে আমরা সফল হয়েছি।


বিজ্ঞাপন


করোনার মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে বঙ্গবন্ধুকন্যা বলেন, বিনা পয়সায় উন্নত দেশগুলো করোনা পরীক্ষা এবং ভ্যাকসিন দেয়নি। কিন্তু আমরা সেটা দিতে পেরেছি। এটা আমাদের জন্য বিরাট সাফল্য। উন্নত দেশগুলোতে টাকা দিয়েই সব করতে হয়েছে। সেখানে আমরা বিনা পয়সায় দিয়েছি। সকলকে টিকা দিয়েছি। এখন বুস্টার ডোজ দেওয়া হচ্ছে আমি আশা করি সকলে সেই বুস্টার ডোজ নেবে।

করোনা ও ইউক্রেন যুদ্ধের মাঝেও সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার কারণে দেশ এগিয়ে চলছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ইউক্রেন যুদ্ধ ও বন্যা মোকাবিলা করার প্রতিটি কাজ আমরা বাস্তবায়ন করছি। আশা করি এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা আরও সাফল্য অর্জন করতে পারব।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ধন্যবাদ দিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, চতুর্থবার রাষ্ট্র পরিচালনায় আমি দেখেছি সকল অর্থমন্ত্রীই একটু বেশি কৃপণ থাকে। কিন্তু আমাদের এই অর্থমন্ত্রী কোনো কৃপণতা করেনি। যখন যেটা বলা হয়েছে সে যথেষ্ট উদার ছিল এজন্য তাকে ধন্যবাদ। তার কারণে আমরা অনেক কাজ সহজভাবে করতে পেরেছি। সবচাইতে বড় কাজ আমাদের পদ্মা সেতু।

পদ্মা সেতুর কারণে ঢাকায় যানবাহনের চাপ বাড়বে জানিয়ে চাপ কমাতে ঢাকার চারপাশে রিং রোড করতে গুরুত্বারোপ করেন সরকারপ্রধান।

এমই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর