বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শ্রমিকদল নেতা পরিচয়ে রিকশার গ্যারেজে লুটপাট

‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পিএম

শেয়ার করুন:

শ্রমিকদল নেতা পরিচয়ে রিকশার গ্যারেজে লুটপাট

‎রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় শ্রমিকদল নেতা পরিচয়ে ধারালো অস্ত্র-শস্ত্রসহ কিশোর গ্যাং সদস্যদের নিয়ে একটি রিকশার গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টায় বসিলা ফিউচার হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার  ভুক্তভোগী মোহাম্মদপুর থানায় শ্রমিকদল নেতাসহ অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে মামলা করেছেন।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, ফিরোজ ওরফে ক্যান্তা ফিরোজ মোহাম্মদপুরের বসিলা এলাকায় শ্রমিক দল নেতা পরিচয়ে কিশোর গ্যাং সদস্যদের নিয়ে চাঁদাবাজি, ছিনতাই ও দখল বাণিজ্য করে। তার এমন কর্মকাণ্ড থেকে রক্ষা পায়নি স্থানীয় বিএনপি নেতারাও। 

ভুক্তভোগী মনির অভিযোগ করে বলেন, মোহাম্মদপুর এলাকার শ্রমিকদল নেতা ফিরোজ ওরফে ক্যান্তা ফিরোজ, লিটনসহ ২০ থেকে ২৫ জনের একটি দল গ্যারেজে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এসে ভাঙচুর চালায়। তারা আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে গ্যারেজ থেকে পাঁচটি ব্যাটারিচালিত অটো রিকশা লুট করে নিয়ে যায়। এছাড়াও গ্যারেজের তিন মাসের বিদ্যুৎ বিলের জন্য রাখা চার লাখ টাকা লুটপাট করে নিয়ে যায়।

‎এছাড়াও মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন বলেন, মোহাম্মদপুর তিন রাস্তা এলাকায় নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে আমার একটি অফিস জোরপূর্বক দখল করে নেয় ফিরোজ। এ বিষয়ে গত সপ্তাহে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। এরপর রবিবার রাতে তাকে আটক করে নিয়ে এসে পুলিশ পরবর্তীতে আপস  করার শর্তে তাকে ছেড়ে দেয়। কিন্তু সে আবার আমার ওই অফিস রুমের তালা ভেঙে নতুন করে তালা লাগিয়ে দিয়েছে। 


বিজ্ঞাপন


1761667691260.IMG-20251028-WA0001@1060069817
ফিরোজ ওরফে ক্যান্তা ফিরোজ


‎শ্রমিকদল নেতার অডিও রেকর্ড নিয়ে তোলপাড়: ‎এছাড়াও গত ২৩ অক্টোবর বসিলা ফিউচার হাউজিং এলাকায় চাঁদা চেয়ে একটি নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেয়। এ সময় সে নির্দেশ দেয় তার সঙ্গে কথা না বলা পর্যন্ত  কাজ বন্ধ রাখতে। পরবর্তীতে ভুক্তভোগী যোগাযোগ করলে তাকে ফিরোজ জানায়, গত শুক্রবার (২৪ অক্টোবর) শ্রমিক দলের কর্মসূচি আছে। এই উপলক্ষে চাঁদা দিতে হবে। আরেকটি অডিওতে শোনা যায়, ফিউচার হাউজিং ৪০ ফিট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাইলিং কাজ বন্ধ করে দেয়। নিজেকে শ্রমিক দলের নেতা দাবি করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

পুলিশের একটি সূত্র জানায়, ফিরোজের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অভিযোগের কিছু তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে। সেগুলো নিয়ে আমরা কাজ করছি। যাদের কাছে এই ধরনের চাঁদা চেয়েছে তারা থানাকে বিষয়টি অবগত করলে এবং মামলা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, ভুক্তভোগী থানায় এসেছেন। তিনি ফিরোজ নামে একজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। ইতোমধ্যে আমাদের তদন্ত শুরু হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা কাজ করছি।
‎ 
‎একেএস/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর