সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

জিঙ্গেল বাজিয়ে মশা নিধনে নেমেছে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুলাই ২০২২, ১০:১৩ পিএম

শেয়ার করুন:

জিঙ্গেল বাজিয়ে মশা নিধনে নেমেছে ডিএসসিসি

এডিস মশা নিধনসহ নগরবাসীর সচেতনতার লক্ষ্যে জিঙ্গেল বাজিয়ে মশা নিধনে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রতিদিন সকালে মশককর্মীরা হ্যান্ডমাইক সঙ্গে নিয়ে কীটনাশকের লার্ভিসাইডিং কার্যক্রমে অংশ নিতে দেখা গেছে।

শনিবারও (২ জুলাই) ডিএসসিসির ওয়ার্ডগুলোতে এ জিঙ্গেল বাজাতে দেখা গেছে।


বিজ্ঞাপন


ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশনায় সচেতনতা বাড়ানোর লক্ষেই এ প্রচার চালানো হচ্ছে। বাংলাদেশ বেতারের সহযোগিতায় জিঙ্গেল বেলটি প্রস্তুত করা হয়েছে। যেখানে কণ্ঠ দিয়েছেন চম্পা বনিক ও অশোক পাল। এছাড়াও গীতিকার শফিকুল ইসলাম বাহার ও সুর করেছেন আশোক পাল। 

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি লার্ভিসাইডিং কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা জন্য এ কার্যক্রম চলমান রয়েছে।

ডিএইচডি/ একেবি
 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর