শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যাত্রাবাড়ীতে হাত-পা বাঁধা বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ

‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

যাত্রাবাড়ীতে হাত-পা বাঁধা বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ

‎রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি  অবস্থায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

‎বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

‎বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান। তিনি বলেন, রাতে আমরা খবর পেয়ে সায়দাবাদ ভিখার গলি ফারুকের নির্বাচন ভবনের নিচতলা থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি ও অর্ধগলিত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করি। আমরা তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দিয়েছি। কিন্তু লাশ পচে যাওয়ায় তার ফিঙ্গার নেওয়ার মতো অবস্থা নেই। এই ঘটনায় এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত হয়নি।

ওসি জানান, পরে আমরা তার মরদহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করছি হাত-পা বেঁধে ওই যুবককে শ্বাস রোধ করে হত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

‎একেএস/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর